সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি

পাকিস্তানে এক মেজরসহ নিহত ছয়

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবাদীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক মেজরসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার প্রদেশটির কেচ ও শেরানি জেলায় গোলাগুলি ও হামলার এসব ঘটনা ঘটে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর আইএসপিআর জানিয়েছে। শেরানিতে তিনটি চেকপয়েন্টে একযোগে হামলা চালানো হয়। এতে চার নিরাপত্তা সদস্য নিহত হন। এর কয়েক ঘণ্টা পর কেচে ওই গোলাগুলির ঘটনাটি ঘটে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা সূত্রে কেচের হোশাব এলাকায় একদল সন্ত্রাসবাদীর গতিবিধির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। সন্ত্রাসবাদীদের বের হওয়ার পথ বন্ধ করে দিতে অবরোধ বসানোর সময় একদল সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এখানে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে মেজর সাকিব হুসেইন ও নায়েক বাকির আলীর মৃত্যু এবং আরেক সেনা আহত হয়- বিবৃতিতে এমনটি বলা হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের খোঁজে ওই এলাকায় ব্যাপক অভিযান চালানো হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। একই দিন শেরানি জেলার জোব-ডি.আই. খান মহাসড়কের দানাসার এলাকার তিনটি চেকপয়েন্টে কথিত সন্ত্রাসবাদীরা একযোগে হামলা চালালে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়।