ইউক্রেনের দক্ষিণে রাশিয়ার হাতে দখল হওয়া ভূমি পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, দখলদারদের কখনোই মেনে নেবে না ইউক্রেনীয়রা। বন্দর শহর ওডেসা পরিদর্শনের সময় গত রোববার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘একজোট হয়েই আমরা জিতব। ইউক্রেনের উপকূল কখনোই এই দখলদারদের হাতে তুলে দেয়া হবে না।’
তিনি বলেন, ‘অবশ্যই শত্রুরা কৃষ্ণ সাগরের পরিস্থিতি নির্ধারণ করবে না। দখলকারীদের ক্রিমিয়া এবং আজভ সাগরের কাছাকাছি আসার আগে চিন্তা-ভাবনা করতে হবে।’