ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরানি সাংবাদিক গোলরোখ ইরায়ের ৫ বছরের জেল

ইরানি সাংবাদিক গোলরোখ ইরায়ের ৫ বছরের জেল

অবৈধ সমাবেশে অংশ নেওয়া এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে বিশিষ্ট মানবাধিকারকর্মী এবং সাংবাদিক গোলরোখ ইরায়েকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের একটি আপিল আদালত তাকে এই সাজা দেয় বলে রোববার জানিয়েছে তার সমর্থকরা।

গত বছর তেহরানে হিজাব ইস্যুতে গ্রেপ্তার হয়েছিলেন কুর্দি তরুণী মাহসা আমিনি। ক’দিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, পুরোনো শারীরিক অসুস্থতায় মারা গেছেন মাহসা। তবে তরুণীর পরিবারের দাবি, পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন মাহসা। এই মৃত্যু ঘিরে অভূতপূর্ব এক বিক্ষোভের মুখে পড়ে ইরান সরকার। সেই বিক্ষোভে অংশ নেওয়াদের একজন এই গোলরোখ ইরায়ে। গত সেপ্টেম্বরে বিক্ষোভের শুরুর দিকেই গ্রেপ্তার হয়েছিলেন ইরায়ে। সেই থেকে ইরানের জেলে বন্দি আছেন তিনি।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, সাজা নিয়ে আপিল আদালতের শুনানিতে অংশ নিতে নেননি ইরায়ে। তার ভাষ্য, এই আদালত অবৈধ।

সমর্থকদের দ্বারা পরিচালিত তার নামে একটি টুইটার অ্যাকাউন্ট অনুসারে, গোলরোখ ইরায়ে ২৮০ দিন এভিন কারাগারে ছিলেন। তেহরান আদালত তাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এপ্রিলে একটি আদালত ইরায়েকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। ইরায়ে মানবাধকারকর্মী আরাশ সাদেঘির স্ত্রী। আরাশও প্রতিবাদ আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত