ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রসঙ্গে ইরান

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রসঙ্গে ইরান

ফিলিস্তিনের জেনিন শহরে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ওই হামলাকে ‘রাষ্ট্রীয় উগ্রবাদের’ সর্বোৎকৃষ্ট উদাহরণ বলে আখ্যায়িত করেছে দেশটি।

গত সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, এই ঘৃণ্য আগ্রাসন প্রমাণ করে যে ইসরাইলের সঙ্গে কথিত শান্তি প্রতিষ্ঠা করে এই দখলদার সরকারের যুদ্ধযন্ত্রকে বন্ধ করা যাবে না। সোমবার ভোররাতে ইসরাইলি সেনারা জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালায়। এতে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।এ বিষয়ে নাসের কানয়ানি বলেন, জেনিন শহরে আকাশ ও স্থলপথে সম্মিলিত আগ্রাসন চালিয়েছে ইসরাইল। তারা ফিলিস্তিনে ভয়াবহ অপরাধযজ্ঞ সংঘটিত করেছে এবং এটা তাদের রাষ্ট্রীয় উগ্রবাদের সুস্পষ্ট উদাহরণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত