চীনে বিয়ের প্রতি আগ্রহ কমছে

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চীন গত বছর সর্বনিম্ন সংখ্যক বিবাহ হয়েছে। দেশটিতে বিয়ের হার কমে যাওয়ার রেকর্ড সৃষ্টি হয়েছে। চীনাদের বিয়ের প্রতি আগ্রহ কমে যাওয়ায় দেশটিতে জন্মহার দ্রুত হ্রাস পাচ্ছে।

এ কারণে জনসংখ্যা কমে যাওয়ার শঙ্কা থাকায় বিষয়টি নিয়ে দেশটির সরকারও উদ্বিগ্ন। সম্প্রতি চীনের ‘ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স’-এর প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, দেশটির তরুণ প্রজন্ম ক্রমশ বিয়েবিমুখ হয়ে যাচ্ছে। ওই সমীক্ষার তথ্য অনুসারে, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে প্রথমবার বিয়ে করছেন, এমন মানুষের সংখ্যা কমেছে ৪১ শতাংশ। কিন্তু সংসার পাততে অনীহা কেন? রিপোর্ট বলছে, দাম্পত্য জীবনে প্রবেশে বিমুখতার মূল কারণ গার্হস্থ হিংসার প্রতি ভয়। এ ছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, লিঙ্গ বৈষম্যের মতো কারণও রয়েছে।