ফের পশ্চিমা অস্ত্র চাইলেন জেলেনস্কি

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আবারও অস্ত্র চেয়েছেন তিনি। এমনকি গত জুনের পাল্টা আক্রমণ আরও আগে শুরু করতে চেয়েছিলেন বলেও জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএনকে দেওয়া জেলেনস্কির ওই সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়। সেখানে তিনি বলেছেন, তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ গত জুনের চেয়ে তাড়াতাড়ি শুরু করতে চান। আর সেই মিশনের জন্য অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, আমি চেয়েছিলাম আমাদের পাল্টা আক্রমণ অনেক আগে শুরু হোক, কারণ সবাই বুঝতে পেরেছিল, যদি পাল্টা আক্রমণ দেরি করে শুরু করা হয়, তাহলে আমাদের ভূখণ্ডের একটি বড় অংশে মাইন স্থাপন করা হবে।