ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্যান্ড নদীতে ২০ সিংহের একসঙ্গে পানি পান

স্যান্ড নদীতে ২০ সিংহের একসঙ্গে পানি পান

দক্ষিণ আফ্রিকার মালামালা গেম অভয়ারণ্যের স্যান্ড নদীর তীরে ২০টি সিংহ সারিবদ্ধভাবে একসঙ্গে পানি পান করছে। বন্যপ্রাণীর মাঝে এমন অনেক অদ্ভুত বিষয় রয়েছে, যা মানবসভ্যতার কাছে পরিচিত নয়। কখনও কখনও গভীর জঙ্গলে প্রকৃতির মাঝে এমন কিছু দৃশ্য দেখা যায়, যা আমাদের বেশিরভাগ মানুষ কল্পনাও করতে পারি না। দক্ষিণ আফ্রিকার মালামালা গেম অভয়ারণ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মালামালার স্যান্ড নদীর তীরে ২০টি সিংহ সারিবদ্ধভাবে একসঙ্গে পানি পান করছে। সারিবদ্ধ সিংহের একসঙ্গে পানি পানের আকর্ষণীয় দৃশ্য নজর কেড়েছে অনেকের। লেটেস্ট সাইটিংস ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাদাভ ওসেনড্রাইভেরের ক্যামেরায় ধারণ করা হয়েছে এই দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করার পর তা ভাইরাল হয়ে ছড়িয়েছে। বুধবার লেটেস্ট সাইটিংস ডটকমের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে নাদাভ বলেছেন, ‘বিখ্যাত মালামালা গেম অভয়ারণ্য ভ্রমণে আমাদের শেষ সকাল ছিল এটি। সকালটা শুরু হয়েছিল অত্যন্ত ধীরে ধীরে। আমরা দুর্লভ চিতাবাঘ খুঁজছিলাম। কিন্তু তার দেখা পাওয়া যাচ্ছিল না।’ তিনি বলেন, ‘আমরা যখন ক্যাম্পে ফিরে যাচ্ছিলাম, তখন অপ্রত্যাশিত কিছু ঘটতে দেখা গেল! এর পুরোটা শুরু হয়েছিল স্যান্ড নদীতে হাতিদের গোসলের মাধ্যমে। অভয়ারণ্যে এটি সাধারণ দৃশ্য হলেও আমরা হাতিদের খেলা দেখতে থামলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত