নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে পদত্যাগের ঘোষণা দিয়েছেন । জোটের অন্য দলগুলোর সঙ্গে মতের মিল না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মূলত অভিবাসন নীতি নিয়ে বিরোধের জেরে নেদারল্যান্ডসের জোট সরকার ভেঙে গেছে।
হেগে স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় মন্ত্রীসভার সঙ্গে জরুরি বৈঠক শেষে রুটে সাংবাদিকদের বলেন, এটা কোনো গোপন বিষয় নয় যে, জোটের শরিকদের অভিবাসন নীতির ব্যাপারে ভিন্ন মত রয়েছে। আজ দুর্ভাগ্যবশত এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমাদের পার্থক্যগুলো অমিলযোগ্য। সেজন্য আমি অবিলম্বে রাজা উইলেমণ্ডআলেক্সান্ডারের কাছে আজ শনিবার লিখিতভাবে লিখিতভাবে পুরো মন্ত্রিসভার পদত্যাগের প্রস্তাব দেব। অভিবাসন নীতি নিয়েই ফাটল ধরে রুটের জোট সরকারে। গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল চারটি দলের প্রতিনিধিদের মধ্যে। এ উত্তেজনা প্রশমনে শুক্রবার (৭ জুলাই) বৈঠকে বসেন তারা।