কৃষ্ণ সাগর শস্যচুক্তির মেয়াদ বাড়ানোর আশা তুরস্কের

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, তিনি আশা করেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার পর শনিবার ইস্তাম্বুলে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গত বছর ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সেখানে জাতিসংঘের সাথে যৌথভাবে কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহ করিডোর চুক্তি বিষয়ে ঐক্যমত হয়েছিল। আর এর অংশ হিসেবে বিে শ্বর বিভিন্ন দেশে প্রয়োজনীয় ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য শস্য পাঠানো হয়। আমরা চাই শস্য চুক্তি মেয়াদ বাড়ানো হোক।’ এরদোগান বলেন, তিনি আশা করছেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে ভাল বিকল্প পদক্ষেপ হবে আরো দুই বছরের জন্য এটি বলবৎ রাখা। তিনি বলেন, ‘আমি আশা করি যে শস্য করিডোর চুক্তিটি ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। আমরা আশা করছি এ চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানো হবে। তবে আমরা এটি দুই বছর বাড়ানোর পক্ষে।’