ক্যানারি দ্বীপপুঞ্জে ৮৬ অভিবাসীকে উদ্ধার

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোাকিত ডেস্ক

ক্যানারি দ্বীপপুঞ্জের একটি নৌকা থেকে ৮৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। নৌকাটি গ্রান ক্যানারিয়ায় যাচ্ছিল বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় সেনেগালের তিনটি অভিবাসী নৌকা নিখোঁজ হয়েছে। নৌকাগুলোতে অন্তত ৩০০ অভিবাসী ছিলেন। মূলত ওই নৌকাগুলোর খোঁজ চালানো হচ্ছিল। এক পর্যায়ে প্লেন থেকে এই নৌকাটি ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড নৌকাটি থেকে ৮৬ জন অভিবাসীকে উদ্ধার করে।

তবে এটি নিখোঁজ হওয়া সেনেগালের নৌকা কি-না তা এখনও জানা যায়নি। স্প্যানিশ কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, উদ্ধারকারী পরিষেবা জাহাজ নৌকা থেকে ৮৬ জনকে উদ্ধার করেছে। তদন্তের মাধ্যমে জানা হবে যে, এটি কোথা থেকে যাত্রা করেছিল। নৌকাটি গ্রান ক্যানারিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকারী সংস্থা বলেছে, নৌকাটি নিখোঁজ হওয়া তিনটির মধ্যে একটি ছিল কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।