ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিয়েভে ফের রাশিয়ার ড্রোন হামলা

কিয়েভে ফের রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলো লক্ষ্য করে বুধবার (১২ জুলাই) আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর আগের দিনও কিয়েভকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল রুশ বাহিনী। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করছে।

তিনি বলেছেন, ‘আকাশ হামলার সতর্কতা সাইরেন চালু! এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিয়েভে কাজ করছে।’

সতর্কতা সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ঘরের ভেতর থাকার আহ্বান জানিয়েছে সামরিক প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করলে যে ধরনের শব্দ শোনা যায়- তাদের কয়েকজন প্রত্যক্ষদর্শী ওই শব্দ শুনতে পেয়েছেন। এর আগে মঙ্গলবার ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে কিয়েভে হামলা চালানোর চেষ্টা করে রাশিয়া। তবে ইউক্রেন দাবি করে, তারা রুশ বাহিনীর ছোড়া সবগুলো ড্রোনই ভূপাতিত করতে সমর্থ হয়। ওইদিন ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমে সামরিক প্রশাসনের পাঠানো একটি বার্তা প্রচার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত