ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পশ্চিমা ট্যাঙ্ক ধ্বংসের হুমকি পুতিনের

পশ্চিমা ট্যাঙ্ক ধ্বংসের হুমকি পুতিনের

রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে ইউক্রেনকে ভারী ট্যাংক দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন, পশ্চিমাদের পাঠানো এসব ট্যাঙ্ক ‘অগ্রাধিকারভিত্তিতে’ ধ্বংস করার লক্ষ্য ঠিক করেছেন তারা। গত বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন পুতিন। তিনি আরো বলেছেন, ইউক্রেনকে পশ্চিমারা যতই অস্ত্র দিক না কেন- এগুলো যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না। সাক্ষাৎকারে তিনি আবারো বলেছেন, ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোতে যুক্ত করলে রাশিয়ার নিরাপত্তা হুমকিতে পড়বে। তিনি আরো মন্তব্য করেছেন, পশ্চিমাদের পাঠানো অস্ত্র শুধুমাত্র আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধ দীর্ঘায়িত করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত