ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাষ্ট্রীয় সফরে আমিরাতে মোদি

রাষ্ট্রীয় সফরে আমিরাতে মোদি

রাষ্ট্রীয় সফরে ইউরোপের দেশ ফ্রান্স থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ প্রধানমন্ত্রী মোদি এবং তার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর দুই নেতা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। সেখানে দুই দেশ এবং তাদের জনগণের মধ্যে গভীর-মূল ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেওয়া হয়। উভয় নেতাই একাধিক গুরুত্বপূর্ণ খাতে সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের মধ্যে শক্তিশালী কৌশলগত সহযোগিতা নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অ্যাফেয়ার্স অথরিটির চেয়ারম্যান খালদুন খলিফা আল মোবারক। এর আগে ফ্রান্স সফর করেন মোদি। সেখানে দেশটির বাস্তিল ডের জাতীয় প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস। প্রসঙ্গত, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে লিজিয়ঁ দ্য অনারের সম্মান পান মোদি। তার ফ্রান্স সফরে যুদ্ধবিমান কেনাসহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত