ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নির্বাচনে কম্বোডিয়া পশ্চিমারা বলছে একতরফা

নির্বাচনে কম্বোডিয়া পশ্চিমারা বলছে একতরফা

কম্বোডিয়ার জনগণ এই মাসে অনুষ্ঠেয় একটি নির্বাচনে ভোট দেবে। এই নির্বাচনের ব্যাপক সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং গণতন্ত্রপন্থি সক্রিয় কর্মীরাও এর সমালোচনা করেছেন। তবে নমপেন জোর দিয়ে বলছে যে, ২৩ জুলাইের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

কম্বোডিয়া বলছে, নির্বাচনী প্রচারকালে নিরাপত্তা নিশ্চিত করতে, সারাদেশে এক লাখের বেশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও ১০ বছর আগের নির্বাচনী প্রচারের তুলনায় এখনকার প্রচারের উত্তেজনা অনেক কম। তখন কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টি সামগ্রিক ভোটে জয়লাভের খুব কাছাকাছি চলে এসেছিল।

কম্বোডিয়ান ইনস্টিটিউট ফর কোঅপারেশন অ্যান্ড পিস-এর বিশিষ্ট সিনিয়র রিসার্চ ফেলো ব্র্যাডলি মুর্গ বলেছেন, এই নির্বাচন এখনো গুরুত্বপূর্ণ। কারণ, হুন সেন স্পষ্টভাবে বলেছেন যে, তিনি অবসর নিতে চান এবং নির্বাচনের পর তার বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত