ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার হাসপাতালে যান।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সময় ছুটি কাটানোর পর পানিশূন্যতায় ভুগছেন তিনি। তবে নিজেকে সুস্থ ঘোষণা করেছেন তিনি। তারপরও মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে গেছে। নেতানিয়াহুর কার্যালয় বলেছে যে, ৭৩ বছর বয়সি নেতানিয়াহু মাথা ঘোরা অনুভব করার পর তার ব্যক্তিগত বাসভবনের কাছে শেবা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের একটি ভিডিওতে হাস্যোজ্জ্বল নেতানিয়াহু বলেছেন যে, তিনি শুক্রবার গ্যালিল সাগরে ৩৮ সেলসিয়াস তাপমাত্রায় ছুটি কাটিয়েছেন। তিনি বলেন, আমি সত্যিই ভালো বোধ করছি। আমি আপনাদের সবাইকে বলছি, রোদে কম সময় কাটান, বেশি করে পানি পান করুন এবং আমাদের সবার নতুন সপ্তাহ ভালো কাটুক।