ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জর্জিয়ায় বন্দুক হামলায় নারীসহ নিহত চার

জর্জিয়ায় বন্দুক হামলায় নারীসহ নিহত চার

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হ্যাম্পটন শহরে বন্দুকধারীর হামলায় নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। খবর সিএনএনের। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন জানান, আটলান্টা থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর হ্যাম্পটন হেনরি কাউন্টি। তারা বন্দুক হামলার প্রথম খবর পান সকাল পৌনে ১১টার দিকে। তিনি বলেন, ঘটনাটি ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি একটি এলাকায় ঘটেছে, যেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়েছে।

হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হেনরি কাউন্টি পুলিশ বিভাগ, হেনরি কাউন্টি শেরিফ বিভাগ, হেনরি কাউন্টি হোমল্যান্ড সিকিউরিটি এবং হেনরি কাউন্টি ক্রাইম সিন ইউনিটের সহায়তায় ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছে হ্যাম্পটন পুলিশ বিভাগ। বন্দুক হামলার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত