পানামার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দুর্নীতি করে বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেজকে ১০ বছরেরও বেশি সময় কারাদণ্ড দিয়েছেন আদালত। এই শাস্তি বহাল থাকলে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আগামী বছর পানামায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে রিকার্ডো মার্টিনেজের আবার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা জোর ধাক্কা খেল। গত মঙ্গলবার অর্থ পাচারের দায়ে তাকে ১২৮ মাসের কারাদণ্ড দিয়েছেন পানামার আদালত। পাশাপাশি ১৯.২ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর ৭১ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।