বিশ্বের চতুর্থ দুর্বলতম পাসপোর্ট পাকিস্তানের

২২৭টি দেশের র‌্যাংকিংয়ে ১০৩টি অবস্থান নির্ধারণ করা হয়েছে

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় একেবারে তলানিতে ঠাঁই হয়েছে পাকিস্তানের। তালিকায় নিচের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানি পাসপোর্ট। অর্থাৎ, বিশ্বের চতুর্থ দুর্বলতম পাসপোর্ট হচ্ছে পাকিস্তানের। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছর এই সূচক প্রকাশ করে।

কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়।

গত মঙ্গলবার নতুন পাসপোর্ট সূচক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ বছর মোট ২২৭টি দেশের র‌্যাংকিংয়ে ১০৩টি অবস্থান নির্ধারণ করা হয়েছে। এতে সবার নিচে রয়েছে আফগানিস্তান (১০৩তম)। এর পর রয়েছে যথাক্রমে ইরাক (১০২তম), সিরিয়া (১০১তম) ও পাকিস্তান (১০০তম)।