ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের সম্মেলনেও যোগ দিতে পারছেন না পুতিন। কারণ, দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য দেশ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে যে, ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, রাশিয়ার সরকারের সঙ্গে পারস্পরিক সমঝোতার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

এর আগে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আইসিসির কাছে অনুমতি চেয়েছিলেন যে, দক্ষিণ আফ্রিকায় পুতিন ব্রিকস সম্মেলনে যোগ দিলে যেন তাকে গ্রেপ্তার করা না হয়। ব্রিকস গ্রুপের বর্তমান সভাপতি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের অন্যান্য সদস্যরাষ্ট্রের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। ব্রিকসকে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক আধিপত্যের বিপক্ষে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়ে থাকে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত