ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূমিকম্পে কাঁপল জয়পুর

ভূমিকম্পে কাঁপল জয়পুর

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে তিন দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শুক্রবার ভোরে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে রাজ্যটির রাজধানী জয়পুরে ওই তিনটি ভূমিকম্প অনুভূত হয়। অবশ্য ভূমিকম্পের জেরে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি ঘটে শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলেও জানিয়েছে সংস্থাটি। এর আগে ভোর ৪ টা ২২ মিনিটে ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে ভোর ৪টা ৯ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪। অবশ্য ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করে বলেছেন, ‘জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত