ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরাক থেকে দূতাবাস সরিয়ে নিল সুইডেন

ইরাক থেকে দূতাবাস সরিয়ে নিল সুইডেন

ইরাকের বাগদাদ অস্থায়ীভাবে নিজেদের দূতাবাস সরিয়ে নিয়েছে সুইডেন। দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে দূতাবাসে হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তার কারণে দূতাবাসের কার্যক্রম এবং দূতাবাস কর্মীদের সাময়িকভাবে স্টকহোমে স্থানান্তরিত করা হয়েছে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, দূতাবাসে হামলা ‘একেবারেই অগ্রহণযোগ্য’ এবং তার সরকার কোরআন বা অন্য কোনো পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, সুইডিশ সরকার উপলব্ধি করেছে, সুইডেনে বিক্ষোভকালে কিছু ব্যক্তির দ্বারা সংঘটিত ঘৃণ্য কাজ মুসলিমদের কাছে আপত্তিকর হতে পারে। সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে একদল আন্দোলনকারী। পুলিশের অনুমতিতে দেশটিতে এমন ঘৃণ্য কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর চুপ ছিল সুইডেন প্রশাসন। কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত