ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেক্সিকোতে পরিত্যক্ত লরি থেকে উদ্ধার ১৪৮ অভিবাসনপ্রত্যাশী

মেক্সিকোতে পরিত্যক্ত লরি থেকে উদ্ধার ১৪৮ অভিবাসনপ্রত্যাশী

মেক্সিকোতে একটি পরিত্যক্ত লরি থেকে ২৩ জন শিশু-কিশোরসহ ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রত্যাশী ছিল। গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যাক্ত একটি লরি থেকে প্রায় দেড়শ’ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লরিটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। একপর্যায়ে লরিটিতে তল্লাশি চালিয়ে অভিবাসনপ্রত্যাশীদের বের করে আনে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আইএনএম জানায়, উদ্ধারকৃত অভিবাসীরা হন্ডুরাস, গুয়াতেমালা ও এল সালভাদরের নাগরিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত