জাপানে ট্রেনে ছুরি নিয়ে হামলা আহত তিন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাপানের একটি ট্রেনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় গতকাল রোববার ওই হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তারা ছুরি নিয়ে হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেটসুয়া সাকাগামি দমকল বিভাগ জানিয়েছে, হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ওই ট্রেনের কন্ডাক্টর। তার বয়স ২০ বছর।

এছাড়া আহত অপর দু’জন হলেন ওই ট্রেনের যাত্রী। তাদের বয়স ২০ এবং ৭০ এর মধ্যে। ওই দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। স্থানীয় পুলিশ এএফপিকে জানিয়েছে, ওসাকা অঞ্চলের রিংকু টাউন স্টেশন থেকে যখন সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয় তখন তার কাছে তিনটি ছুরি ছিল।