এবার পানির নিচে গুজরাট

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারী বর্ষণে বিধ্বস্ত উত্তর এবং পশ্চিম ভারত। গুজরাটেও চলছে টানা বৃষ্টি। শনিবার ৮ ঘণ্টায় গুজরাটে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি।

এর ফলে বেশিরভাগ এলাকা পানির নিচে চলে গেছে। মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র এলাকায় শনিবার সারা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে সংলগ্ন নদী এবং বাঁধের পানি বেড়ে গেছে। বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে একাধিক নদী। এর ফলে নিচু এলাকা ভেসে গেছে। প্লাবিত হয়েছে শহরাঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট। গুজরাটে গত শনিবারের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নভসারি এবং জুনাগড় এলাকা।

হড়পা বানের স্রোতে জুনাগড় শহরে দাঁড়িয়ে থাকা গাড়ি, গবাদি পশু ভেসে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কোমর সমান পানি ডিঙিয়ে স্রোতের বিপরীতে কোনো রকমে নিরাপদ স্থানে পৌঁছনোর চেষ্টা করছে মানুষ। নভসারি এলাকায় দু’জন বানের পানিতে ভেসে গেছেন। পরে জানা যায়, সম্পর্কে তারা বাবা এবং ছেলে। বাবাকে উদ্ধার করা গেলেও পুত্রকে খুঁজে পাওয়া যায়নি। গুজরাটের বিভিন্ন জেলায় তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। বৃষ্টির কারণে নভসারির কাছে মুম্বাই-আহমেদাবাদ জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।