আলজেরিয়া জুড়ে ভয়াবহ দাবানলে নিহত ৩৪

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

উত্তর আফ্রিকাজুড়ে তীব্র দাবদাহের মধ্যে আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে ১০ সেনাসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির বউমারডেস, বউরাতুন, তিজি ওউজৌ, জিজেল, বেজাইয়া ও স্কিকদা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮ হাজার দমকল কর্মী নিয়োজিত আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার পর্যন্ত এসব এলাকা থেকে প্রায় ১ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বনজুড়ে আগুন লাগার কারণ খুঁজে বের করতে কর্তৃপক্ষ একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

কয়েকদিন ধরে উত্তর আফ্রিকাজুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। আলজেরিয়ার প্রতিবেশী দেশ তিউনিসিয়ার কয়েকটি শহরে ৪৯ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আলজেরিয়ার সীমান্তবর্তী তিউনিসীয় শহর মিলুলায় দাবানল ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাবানল প্রথমে পার্বত্য এলাকাগুলোতে শুরু হলেও পরে শহর প্রান্তের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে, এসব বাড়ির কয়েকশ’ পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তিউনিসিয়ার এক নাগরিক সুরক্ষা কর্মকর্তা জানান, শহরটির কয়েকশ’ বাসিন্দাকে স্থল ও জলপথে সরিয়ে নেওয়া হয়েছে। জলপথে লোকজনকে সরিয়ে নিতে কোস্টগার্ডের জাহাজ ও মৎসজীবীদের ট্রলার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।