ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইসরাইলে বিক্ষোভের মধ্যেই ‘বিতর্কিত’ আইন পাস

ইসরাইলে বিক্ষোভের মধ্যেই ‘বিতর্কিত’ আইন পাস

ইসরাইলে বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত বিল নিয়ে গণবিক্ষোভের মধ্যেই পার্লামেন্টে তা পাস হয়েছে। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। এতে কমল আদালতের ক্ষমতা। এতদিন সরকারের নেওয়া কোনো পদক্ষেপ অযৌক্তিক মনে করলে ইসরাইলের সুপ্রিম কোর্ট তা নাকচ করতে পারত। কিন্তু নতুন আইনের আওতায় সুপ্রিম কোর্টের সে ক্ষমতা আর থাকবে না। বিবিসি জানায়, বিচার বিভাগের ক্ষমতা কমাতে ইসরাইল সরকার একের পর এক নানা বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। পার্লামেন্টে উঠেছে বিল। তার মধ্যে এ বিলটিই প্রথম পার্লামেন্টে পাস হল। আদালতের ক্ষমতা কমাতে সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বড় বড় নগরীতে ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। কয়েক মাস ধরে চলে আসছে এই বিক্ষোভ। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, সংস্কারের মধ্য দিয়ে আদালতের ক্ষমতা খর্ব হয়ে সরকারের বিভিন্ন শাখার মধ্যে ভারসাম্য ফিরে আসবে। সম্প্রতি কয়েক দশকে রাজনৈতিক সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ বেড়ে গেছে বলেই ভাষ্য সরকারের। তবে বিরোধীরা বলছে, সরকারের এমন পদক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকি।

গত সোমবার পার্লামেন্টে বিলটি পাস হওয়ার সময়ও ভবনের বাইরে বিক্ষোভ করছিলেন ইসরাইলিরা। ব্যাপক বিক্ষোভ চলার মধ্যেও পার্লামেন্ট নেসেটে বিচার বিভাগ সংস্কার বিলটি ৬৪-০ ভোটে পাস হয়। পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীদেরকে পুলিশ জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। এতে একজন আহত হয় এবং পুলিশ ছয়জনকে গ্রেপ্তারও করে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত