ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১০০ রুপির কয়েন আনছে ভারত

১০০ রুপির কয়েন আনছে ভারত

ভারত এবার ১০০ রুপির কয়েন আনতে চলেছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ এপ্রিল তার রেডিও প্রোগ্রাম মন কি বাতের একশ’তম পর্বে এই কয়েন চালু করবেন।

এছাড়াও এনডিটিভি বলেছে, ভারতে এই বছর জি২০ এর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এর বর্তমান প্রেসিডেন্ট ভারত। ১০০ ও ৭৫ রুপির কয়েন প্রকাশের আরেকটি লক্ষ্যও এটি। খবরে বলা হয়েছে, এই পর্বটিকে স্মরণীয় করে রাখতেই ১০০ রুপির একটি স্মারক কয়েন আনা হচ্ছে। এছাড়া মন কি বাত এর ১০০তম পর্বকে বিশেষ করে তুলতে আরো একাধিক পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এক লাখেরও বেশি বুথে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের পর্ব সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে। যদিও প্রচলিত মুদ্রা হিসেবে নয়, শুধু স্মারক মুদ্রা হিসাবেই তৈরি করা হবে এই কয়েন। নতুন কয়েনের আকার হবে ৪৪ মিলিমিটারের কাছাকাছি। থাকবে চারটি ধাতুর মিশ্রণ। এতে থাকবে ৫০ শতাংশ রুপা, ৪০ শতাংশ তামা, ০.৫ শতাংশ নিকেল এবং ০.৫ শতাংশ দস্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত