ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুস্থ আছেন নাইজারের বন্দি প্রেসিডেন্ট বাজুম

সুস্থ আছেন নাইজারের বন্দি প্রেসিডেন্ট বাজুম

নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম তার নিজের নিরাপত্তা কর্মীদের হাতে বন্দি হওয়ার পরেও সুস্থ আছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য দিয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে ক্যাথরিন কোলোনা বলেন, সামরিক অভ্যুত্থানটি ‘চূড়ান্ত’ ছিল না। তিনি বলেন, বাজুম ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেছেন। ক্যাথরিন কোলোনা আরো জানান, অভ্যুত্থান ষড়যন্ত্রকারীরা যদি বিশ্ব সম্প্রদায়ের কথা শোনেন তবে তাদের জন্য একটি ‘উপায়’ আছে। এদিকে বৃহস্পতিবার অভ্যুত্থান সমর্থকরা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের দলের সদর দপ্তরে হামলা চালায়। তারা সেখানে আগুন ধরিয়ে দেয়, পাথর ছুড়ে এবং বাইরে থাকা গাড়িতে আগুন দেয়। অগ্নিসংযোগকারীদের একটি ছোট দল এক সমাবেশ থেকে এসে এটা করেছে। এর আগে অভ্যুত্থান সমর্থকরা পার্লামেন্টের বাইরে একটি বিশাল সমাবেশ করেছে। সেখানে তারা রাশিয়ার পতাকাও প্রদর্শন করেছিল। দেশটির সেনাবাহিনীও এখন সেই ব্যক্তিদের সমর্থন দিয়েছে যারা বুধবার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বন্দি করেছিল। অপরদিকে বাজুমের মুক্তির আহ্বান জানিয়ে রাশিয়া অন্যান্য দেশ বিবিৃতি দিয়েছে। জাতিসংঘও একই আহ্বান জানিয়েছে। ৬৪ বছর বয়সি বাজুম দুই বছর আগে নাইজারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থি উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা মিত্র ছিলেন। সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এ দেশটিতে সামরিক ঘাঁটি করেছে। তারা ইউরেনিয়ামসমৃদ্ধ এ দেশটিতে হওয়া সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত