ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৩০ দেশ নিয়ে আলোচনায়

৩০ দেশ নিয়ে আলোচনায়

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। মূলত ইউক্রেনে শান্তির উপায় বের করতেই এই আলোচনার আয়োজন করতে যাচ্ছে দেশটি। আগামী মাসের প্রথম সপ্তাহে জেদ্দায় এই আলোচনা হতে পারে এবং এতে প্রায় ৩০ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিতে পারেন। অবশ্য রাশিয়া এই আলোচনায় অংশ নেবে না।

সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা রাষ্ট্রগুলোর পাশাপাশি ইউক্রেন এবং ভারত ও ব্রাজিলসহ প্রধান প্রধান উন্নয়নশীল দেশগুলোকে আমন্ত্রণ জানিয়ে সৌদি আরব আগামী আগস্টে ইউক্রেন সম্পর্কে আলোচনার আয়োজন করতে চলেছে বলে শনিবার জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সম্ভাব্য এই আলোচনার সঙ্গে যুক্ত কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি এবং জাম্বিয়াসহ ৩০টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামী ৫ এবং ৬ আগস্ট জেদ্দায় উপস্থিত থাকবেন। ইউক্রেন এবং পশ্চিমা কর্মকর্তারা আশা করছেন, রাশিয়াকে বাদ দিয়ে আয়োজিত এই আলোচনায় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় এমন সব শর্তের দিকে আন্তর্জাতিক সমর্থন প্রকাশ পেতে পারে যা কিয়েভের পক্ষে অনুকূল। অবশ্য ক্রেমলিন আগেই বলেছে, তারা ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা কেবল তখনই সম্ভব বলে মনে করে যদি কিয়েভ ‘নতুন আঞ্চলিক বাস্তবতা’ স্বীকার করে নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত