৯১ শিশুকে হেনস্থা করেন এক অস্ট্রেলিয়ান

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এক অস্ট্রেলিয়ান ৯১ শিশুকে হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। দেশটির এ শিশু পরিচর্যাকারী কর্মীর বিরুদ্ধে নাবালকদের যৌন নিপীড়নের বিভিন্ন ঘটনা জানা গেছে। এটাকে দেশটির ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য যৌন নির্যাতনের ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ১৬২৩ টি পৃথক অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে আছে ১৩৬টি ধর্ষণ এবং ১০ বছরের কম বয়সী শিশুর সঙ্গে ১১০বার যৌন মিলনের মতো ঘটনা। এছাড়া শিশু নির্যাতন ও শোষণের ৬১৩টি অভিযোগ রয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, সিডনি, ব্রিসবেন ও বিদেশে ২০০৭ থেকে ২০২২ সালের মধ্যে ১২টি বিভিন্ন শিশু যত্ন কেন্দ্রে অভিযুক্ত ব্যক্তি এসব অপকর্ম করেন। ওই অপরাধী ব্যক্তির বিষয়ে পুলিশ বলেছে, সে তার কাজের প্রয়োজনে নিজের অতীতের বিষয়গুলো বলেছে। সে নিজেই তার শিকারদের অপব্যবহার করেছে। তার হাতে নিপীড়িত হওয়া মেয়েরা ছিল সবাই প্রাক-বয়ঃসন্ধিকালীন বয়সের। পুলিশ বলেছে, তারা বিশ্বাস করে যে শিশু শোষণের ভিডিওতে রেকর্ড করা ৮৭টি অস্ট্রেলিয়ান শিশুকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিদেশে নির্যাতিত চার শিশুকে শনাক্ত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা। ২০১৪ সালে ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়া শিশু শোষণের চিত্র এবং ভিডিওগুলোর একটি সংগ্রহ আবিষ্কার করার পর থেকে তদন্তকারীরা লোকটির সন্ধান করছিলেন। কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট থেকে ২০২২ সালের আগস্টে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি অনেকগুলো শিশু শোষণের অপরাধে অভিযুক্ত হওয়ার পর তাকে আটক করা হয়েছে।