ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তীব্র গরমে ইরানে দুই দিনের সরকারি ছুটি

তীব্র গরমে ইরানে দুই দিনের সরকারি ছুটি

ইরানের তীব্র দাবদাহ থেকে বাঁচতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। ইরানে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৫০ ছুঁই ছুঁই। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইলাম, বুশেহর এবং খুজেস্তান প্রদেশসহ অনেক শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। এছাড়া পশ্চিম ইরানের ডেহলোরান শহরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্ক করেছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে লোকজনকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করেছে। সরকারি মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমিকে বলেছেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য সারা দেশে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে মন্ত্রিসভা সম্মত হয়েছে।’ তীব্র গরমে অসুস্থ হয়ে বিগত কয়েকদিনে এক হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র পেদ্রাম পাখাইন সাম্প্রতিক সময়ে গরমজনিত অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়াকে খুবই উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। জুন মাসে ইরানে কর্মঘণ্টার সূচি পরিবর্তন করা হয়েছিল। তীব্র তাপমাত্রা এড়াতে ও বিদ্যুৎ সাশ্রয় করতে সরকার কাজ শুরুর সময় এগিয়ে এনেছিল। ইরানের জনসংখ্যা সাড়ে ৮ কোটি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই দেশটিতে বেশ কিছুদিন ধরে গরম বেড়েই চলেছে। তীব্র খরার পাশাপাশি কিছু এলাকায় বন্যাও দেখা গেছে দেশটিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত