অর্থসংকটে ইয়েমেনে জাতিসংঘের পুষ্টি কার্যক্রম স্থগিত

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অপুষ্টি প্রতিরোধ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। অর্থ সংকটই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছে তারা। ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীর সৌদি সমর্থিত হাদি সরকারকে উৎখাত করে। এরপরই সেখানে সরকার ও বিরোধী পক্ষের যুদ্ধ শুরু হয়। পর্দার পেছনে চলে ইরান ও সৌদি আরবের ছায়াযুদ্ধ। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে ১১ হাজারেরও বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া দেশটিতে এখনো ২ কোটি ১৭ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে একদিকে যেমন কর্মসংস্থানের সংকট, অন্যদিকে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে দেশটির সাধারণ মানুষ। ইয়েমেন পরিস্থিতি নিয়ে সর্বশেষ রিপোর্টে ডব্লিউএফপি বলেছে, সেখানে ত্রাণ সরবরাহ অত্যন্ত কঠিন, এ ছাড়া রয়েছে অর্থ সংকট। সবকিছু মিলে তারা আগস্টে সব ধরনের অপুষ্টি প্রতিরোধমূলক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। অথচ চলতি বছর মার্চ মাসে ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, অপুষ্টিজনিত কারণে ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু। একই সঙ্গে দেশটিতে এই মুহূর্তে ১ কোটি ১০ লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানানো হয়। এমন ভয়াবহ পরিস্থিতিতে সেখানে ডব্লিউএফপির কার্যক্রম বন্ধ করা বড় এক ধাক্কা। ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি বছর ইয়েমেনের শিশুদের জন্য সহায়তা চালিয়ে যেতে কমপক্ষে ৪৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। তবে ইউক্রেন যুদ্ধের কারণে জাতিসংঘ দেশটিতে সাহায্য বাড়ানোয় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম তহবিল সংগ্রহ করতে পেরেছে। এমন অবস্থায় অপুষ্টি প্রতিরোধ কর্মসূচি বাতিল করে জীবন বাঁচানো অন্যান্য অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে মনোযোগ দিতে চায় জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেনের এই চরম পরিস্থিতি সামাল দিতে সীমিতসংখ্যক রসদ ও তহবিল এখন আরো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে, যেন সর্বোচ্চসংখ্যক জীবন বাঁচানো যায়।