ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ব্রাজিলের তিনটি রাজ্যে পুলিশের মাদকবিরোধী অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। দেশটির তিনটি রাজ্য- রিও ডি জেনেরিও, সাও পাওলো এবং বাহিয়ায় এই অভিযান চালানো হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত বুধবার রিও ডি জেনেরিওর কমপ্লেক্সো ডা পেনহায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ১০ জন নিহত হয়। গত বুধবার ভোর ৩টার দিকে মাদক পাচারকারী এবং পুলিশের মধ্যে গোলাগুলি শুরু হয়। গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু করে চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত ব্রাজিলের বাহিয়া রাজ্যে মাদক কারবারিদের মধ্যকার সংঘর্ষে ১৯ জন নিহত হয়। বাহিয়ার রাজধানী সালভাদর, অপর দুই শহর কামাকারি এবং ইতাতিমে এসব অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ ছাড়া সাও পাওলো রাজ্য প্রশাসন জানিয়েছে, রাজ্যের বাইজাডা সান্তিস্তা এলাকায় পুলিশের যৌথ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। গত সপ্তাহের বৃহস্পতিবার গুয়ারুজাতে এক পুলিশ কর্মকর্তার হত্যার ঘটনায় অতিরিক্ত প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তার মোতায়েন করা হয়েছে।