দ.কোরিয়ায়

এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত ১৪

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় গাড়ি ও ছুরি হামলায় ১৪ জন আহত হয়েছেন। মূলত পথচারীদের ওপর প্রথমে গাড়ি উঠিয়ে দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে অভিযুক্ত হামলাকারী শপিংমলে প্রবেশ করে এবং সেখানে কয়েকজনকে ছুরিকাঘাত করেন। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে অবস্থিত একটি কমিউটার শহরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মূলত কমিউটার শহর হলো এমন একটি জনবহুল এলাকা যা বাণিজ্যিক বা শিল্পের পরিবর্তে প্রাথমিকভাবে আবাসিক হিসেবে ব্যবহৃত হয়।

এদিকে গত বৃহস্পতিবারের এ ঘটনার পেছনের কারণ ঠিক কী হতে পারে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ায় আরেকটি ছুরি হামলার ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবারের ঘটনায় হামলাকারীকে দৃশ্যত লোকজনের ওপর এলোপাতাড়িভাবে হামলা করার পর গ্রেপ্তার করা হয়েছে। মিডিয়া রিপোর্টে তাকে ২০ বছরের বেশি বয়সি যুবক হিসাবে বর্ণনা করে বলা হয়েছে, তিনি ডেলিভারির কাজ করেন এবং কিছু মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। রয়টার্স বলছে, সিউল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে সিওহিয়েন স্টেশনের কাছে এ হামলার ঘটনাটি ঘটে।