ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক কবির বিদ্রোহে জান্তার কপালে চিন্তার ভাঁজ

এক কবির বিদ্রোহে জান্তার কপালে চিন্তার ভাঁজ

২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকেই বিদ্রোহীদের প্রতিরোধ মোকাবিলা করে যেতে হচ্ছে দেশটির সেনাবাহিনীকে। সম্প্রতি জান্তা সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মিলিশিয়া বাহিনী বিপিএলএ।

সামরিক বাহিনী ক্ষমতা দখলের দুমাস পর মাত্র ১৭ জন আর্মি নিয়ে গড়ে ওঠে এই বাহিনী- বামার পিপলস লিবারেশন আর্মি (বিপিএলএ)। তবে শিবিরে এখন এক হাজার যোদ্ধা রয়েছে। দেশটির ভেতরে প্রতিরোধ যোদ্ধা গ্রুপগুলোর মধ্যে বিপিএলএ এর সংখ্যা তুলনামূলক কম হলেও, বাহিনীটি উদ্বিগ্ন করে তুলছে জান্তা সরকারকে। কবি থেকে মিলিশিয়া নেতা হওয়া বিপিএলএ প্রধান মং সাউংখা এক বার্তায় জানিয়েছেন, তার সশস্ত্র গোষ্ঠী জান্তাকে আরো কঠিন চ্যালেঞ্জে ফেলবে। তারা কিছু নতুন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া বিপিএলএ দেশটির কেন্দ্রস্থলের দিকে অভিযানের পরিকল্পনা করছে। খবর- রয়টার্সের। গণতন্ত্রের জন্য প্রতিরোধ যোদ্ধা বিপিএলএ নেতার এমন ঘোষণা জান্তা বাহিনীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মিয়ানমার রিসার্চ সেন্টারের বিশ্লেষক নিকোলা উইলিয়ামস রয়টার্সকে বলেন, প্রতিরোধ বাহিনী জান্তার উল্লেখযোগ্য ক্ষতি করেছে। অনেক এলাকা দখলে নিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত