ভয়ংকর দুর্ভিক্ষ আসছে গাজায়

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সামনের দিনগুলোতে একটি ভয়ংকর দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে গাজা। সম্প্রতি জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজির (ইউএনআরডব্লিউএ) গণমাধ্যম উপদেষ্টা আদনান আবু হাসনা এ সতর্কতা জারি করেছেন। চলমান আর্থিক সংকট অব্যাহত থাকলে আর দাতা দেশগুলো তাদের তহবিলের পরিমাণ আরো কমিয়ে দিলে গাজা এই দুর্ভিক্ষে পড়বে বলে মনে করেন তিনি। আবু হাসনা দ্য নিউ আরবকে বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচিসহ সব আন্তর্জাতিক সংস্থাগুলোর শরণার্থীদের সহায়তা প্রদান বন্ধ করার একটি বড় সম্ভাবনা রয়েছে। আর সহায়তা প্রদান বন্ধ করলে গাজা উপত্যকার বাসিন্দারা সামনের মাসগুলোতে একটি প্রকৃত দুর্ভিক্ষ প্রত্যক্ষ করবে। তিনি আরো বলেন, আমরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনটি বিপজ্জনক মাসের মুখোমুখি হতে যাচ্ছি। যখন আমরা বেতন দিতে পারব না, তখন প্রোগ্রাম ও পরিষেবার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। আর তা এই গাজার আঞ্চলিক স্থিতিশীলতার উপরও মারাত্মক প্রভাব ফেলবে।