জাহাজ থেকে আশ্রয়প্রার্থীদের সরাতে চায় যুক্তরাজ্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের ঠেকাতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাজ্যের সরকার। এর অংশ হিসেবে গত সপ্তাহে ডরসেটে নোঙর করা বিবি স্টকহোম নামের একটি বার্জ বা ভাসমান জাহাজে আশ্রয়প্রার্থীদের সরাতে শুরু করে কর্তৃপক্ষ। কিন্তু সপ্তাহ না পেরুতে এই সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়েছে তারা। ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, জাহাজের পানিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিবি স্টকহোমের পানির ব্যবস্থায় লিজিওনেলা ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা নিয়ে আরো তদন্ত করতে হবে। জাহাজটিতে ৩৯ আশ্রয়প্রার্থীকে স্থানান্তর করা হয়েছিল। তাদের সবাইকে পর্যায়ক্রমে সরিয়ে নেয়া হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ওই মুখপাত্র।