শি জিনপিংয়ের সঙ্গে দেখা হচ্ছে মোদির

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনে দেখা হবে তাদের। তার আগে গতকাল পূর্ব লাদাখের সীমান্ত সমস্যা মেটাতে বৈঠক করেছেন দুই দেশের সেনা কর্তারা। বৈঠকে ভারতের পক্ষ থেকে ৩ বছরের আগেকার স্থিতাবস্থা অবিলম্বে বহাল রাখা ও ডেপসাং ও ডেমচক থেকে চীনা সেনাদের পিছিয়ে যাওয়ার ওপরে জোর দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস বৈঠকের পরে আগামী মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন রয়েছে।

দুটি বৈঠকেই উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদি ও শি জিংপিং-এর। তার আগে দুই দেশের সেনা কর্মকর্তাদের এ বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- বৈঠকে ডেপসাং এলাকায় চীনা সেনা যে অবস্থানে ঘাঁটি গেড়ে রয়েছে সেখান থেকে পিছিয়ে যাওয়ার দাবি জানিয়েছে ভারত। ওই এলাকায় চীনা সেনার উপস্থিতির জন্য ভারতের কাছে রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপ কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে।