বাংলাদেশ-ভারতের শ্রমিকদের শোষণ তদন্তে নিউজিল্যান্ড

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ও ভারতের শ্রমিকদের শোষণের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করেছে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ড। দেশটিতে শতাধিক বাংলাদেশি ও ভারতীয় শ্রমিকের দুর্দশার বিষয়টি সম্প্রতি সামনে আসে এবং এর পরই তদন্ত শুরুর কথা জানানো হয়। মূলত এসব শ্রমিককে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে দেশটিতে নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এছাড়া তাদের অস্বাস্থ্যকর ও অনুপযুক্ত পরিবেশেও রাখা হয়েছিল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ১১৫ জন বাংলাদেশি ও ভারতীয় শ্রমিককে শোষণের অভিযোগের বিষয়ে বিস্তৃত তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ড সরকার। এসব শ্রমিককে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে দেশটিতে নিয়ে যাওয়া হলেও সেসবের কিছুই বাস্তবায়িত হয়নি।

এছাড়া এই শ্রমিকদের এমন জায়গায় থাকতে দেওয়া হয়েছিল যেগুলো কার্যত এত লোকের বাসস্থান হওয়ার জন্য উপযুক্ত ছিল না। নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, শ্রমিকদের বাসস্থানের অবস্থা ছিল অস্বাস্থ্যকর, নোংরা এবং বসবাসের অনুপযুক্ত।