জার্মান উদ্ধারকারী জাহাজ আটক করল ইতালি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সমুদ্রে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকাজে নিয়োজিত জার্মান পতাকাবাহী জাহাজ অরোরাকে আটক করেছে ইতালির উপকূলরক্ষীরা। ইতালির বার্তা সংস্থা আনসার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইনফোমাইগ্রেন্টস। এতে বলা হয়েছে, জার্মানির দাতব্য সংস্থা সি-ওয়াচের এই উদ্ধারকারী জাহাজটিকে ২০ দিনের জন্য আটক করা হয়েছে। সি-ওয়াচের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতালির সরকারের নিয়ম অমান্য করার অভিযোগ আনা হয়েছে জাহাজটির বিরুদ্ধে। ১৪ মিটার দীর্ঘ এই উদ্ধারকারী জাহাজটির নাবিকরা ভূমধ্যসাগর থেকে ৭২ জনকে উদ্ধারের পর ইতালির লাম্পেদুসা বন্দরের দিকে রওনা হয়।

কিন্তু জাহাজটিকে এর আগে আরো দূরের সিসিলির উত্তর-পশ্চিমে ট্রাপানি বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। সমুদ্র উদ্ধারকারীরা বলছেন, ইতালি কর্তৃপক্ষের বরাদ্দ করা বন্দরটি অনেক দুর্গম ছিল। কারণ জাহাজে জ্বালানির অভাব ছিল, এমনকি ছিল না সুপেয় পানি। সি ওয়াচের অপারেশন প্রধান রেবেকা বার্কার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কাছে লাম্পেদুসায় যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’ এদিকে, দ্রুত অরোরাকে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছে সি-ওয়াচ। আটকাদেশের পাশাপাশি উদ্ধারকারী জাহাজটিকে দশ হাজার ৯০০ ইউরো জরিমানাও দেওয়ার কথা বলা হয়েছে। ভূমধ্যসাগরের এই উদ্ধারকারী জাহাজগুলোকে ‘কাঁটা’ হিসেবে দেখে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি নেতৃত্বাধীন সরকার। ক্ষুধা, দারিদ্র্য ও সংঘাত ছেড়ে ভাগ্য বদলের আশায় অনেক মানুষ তিউনিশিয়া এবং লিবিয়া থেকে নৌকায় চড়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করে। বিপজ্জনক এই যাত্রায় নৌদুর্ঘটনায় মারা গেছেন অনেক মানুষ। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বছর এখন পর্যন্ত এক লাখ পাঁচ হাজার মানুষ অনিয়মিত পথে ইতালিতে এসেছেন যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২২ সালে একই সময়ে সংখ্যাটি ছিল ৫০ হাজার ৭৬০ জন।