পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সৌদি

যুক্তরাষ্ট্রের শর্তে হতাশা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির এ পারমাণবিক কর্মযজ্ঞে চীন সহায়তার প্রস্তাব দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য দিয়েছে। এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ‘সৌদি আরবকে পারমাণবিক শক্তি ইস্যুতে বিভিন্ন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে হতাশ হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ঠিক এমন সময়ে সৌদিকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন।’ গত বৃহস্পতিবার এ সংবাদপত্রটি বেনামি সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ‘চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন (সিএনএনসি) কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে সৌদির জন্য একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেছে।’ ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সৌদি কর্মকর্তারা আশা করছেন যে চীনা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে তাদের শর্তগুলোকে শিথিল করতে চাপ দেবে। এর ফলে সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা নিজস্ব ইউরেনিয়াম মজুত না করার প্রতিশ্রুতি দিতে হবে না। এছাড়া দেশটির নতুন পারমাণবিক শিল্পকে সহায়তা করার শর্তগুলোকে শিথিল করা হবে। সংবাদপত্রটি বলেছে, রিয়াদকে এই ধরনের শর্ত মানার প্রয়োজনীয়তা মেনে চলার জন্য কোনো চাপ দেয়নি চীন। অথচ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন শর্ত দিয়েছে সৌদি শাসকদের। তবে চীনা ও সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও চীন তাদের সম্পর্ক গভীর করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রেরও উদ্বেগ বাড়ছে। ডিসেম্বরে সৌদিতে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ দুই দেশ জুন মাসে রিয়াদে দুই দিনের আরব-চীন ব্যবসায়িক সম্মেলনের সময় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করেছিল।