ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাইজারের ফরাসি দূতাবাসের বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন

নাইজারের ফরাসি দূতাবাসের বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত ফরাসি দূতাবাসের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বর্তমান সামরিক সরকার। তাছাড়া সেখানে কোনো খাদ্য সরবরাহের অনুমতি দিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে এমন খবরই পাওয়া যাচ্ছে। জিন্ডারের ফরাসি কনস্যুলেটেও অনুরূপ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর টিআরটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ন্যাশনাল থেকে পাওয়া খবরে জানাযায়, কাউন্সিল ফর দ্য সেফগার্ডিং অফ কান্ট্রি (সিএনএসপি) এর জাতীয় সহায়তা কমিটির সভাপতি এলহ ইসা হাসুমি বোরেইমা, নাইজারে অবস্থিত সকল ফরাসি স্থাপনা বা দপ্তরে পানি বিদ্যুৎ ও খাদ্যপণ্য সরবরাহ স্থগিত করতে বলেছেন। তিনি বলেন, যারা এর ব্যত্যয় করবে তারা সার্বভৌম জনগণের শত্রু বলে বিবেচিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত