ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইথিওপিয়ায় সামরিক বাহিনী-মিলিশিয়াদের মধ্যে লড়াই

নিহত ১৮৪
ইথিওপিয়ায় সামরিক বাহিনী-মিলিশিয়াদের মধ্যে লড়াই

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সামরিক বাহিনী এবং মিলিশিয়াদের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৮৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সহিংসতা দমনে সরকার জরুরি অবস্থা জারি করেছে। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দেশব্যাপী এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই জাতিগত আমহারা অঞ্চলের তরুণ সদস্য বলে জানা গেছে। এ বিষয়ে মন্তব্য করার জন্য ইথিওপিয়া সরকারের মুখপাত্রের কাছে অনুরোধ করা হলেও তিনি তাৎক্ষণিভাবে সাড়া দেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত