দক্ষিণ আফ্রিকায় বন্দুকযুদ্ধে ১৮ ডাকাত নিহত

২০২৩ সালেও এ ধরনের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ ডাকাত নিহত হয়েছিল

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ ডাকাত নিহত হয়েছে। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) দেশটির লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, নিহত ডাকাত দলটি একটি টাকাভর্তি ট্র্যাক ডাকাতির পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলে ১৬ জন পুরুষ ও দুই নারী নিহত হয়। একজন পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, ডাকাত দলটি এর আগেও লিম্পোপো প্রদেশে টাকাভর্তি একাধিক ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত। এছাড়া অন্যান্য প্রদেশেও তারা একই অপরাধের সঙ্গে জড়িত ছিল। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় টাকাভর্তি ট্রাক লুটের ঘটনা নিয়মিতই ঘটে থাকে। ২০২৩ সালেও এ ধরনের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ জন ডাকাত নিহত হয়েছিল।