ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪৮ ঘণ্টায় তুরস্ক থেকে গ্রিসে ৪৬৩ অভিবাসনপ্রত্যাশী

৪৮ ঘণ্টায় তুরস্ক থেকে গ্রিসে ৪৬৩ অভিবাসনপ্রত্যাশী

৪৮ ঘণ্টায় তুরস্ক থেকে এজিয়ান সাগর পেরিয়ে অন্তত ৪৬৩ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসে পৌঁছেছেন। গত বৃহস্পতিবার গ্রিস কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। গত শুক্রবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসী আগমনের হার বেড়ে যাওয়ার মধ্যে নতুন করে এই অভিবাসনপ্রত্যাশীরা গ্রিসে পৌঁছালেন। গ্রীষ্মে সাগর শান্ত থাকায় পর্যটন খাতের নৌকা বেড়ে যাওয়ার সুযোগে মানব পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছে গ্রিস। একসময় উন্নত জীবনযাপনের জন্য ইউরোপীয় ইউনিয়নে অভিবাসনপ্রত্যাশী মানুষের কাছে প্রধান প্রবেশদ্বার ছিল গ্রিস। তবে ভূমধ্যসাগরীয় প্রতিবেশী দেশ ইতালিতে এখন গ্রিসের তুলনায় প্রায় সাত গুণ বেশি মানুষ পৌঁছেছেন। গ্রিক কোস্ট গার্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার একটি ইয়টে করে ৪২ জন পুরুষ, আটজন নারী এবং একটি শিশু মাইকোনোসে পৌঁছায়। এর কয়েক ঘণ্টা পর নৌযানটিকে পূর্ব এজিয়ান সাগরীয় দ্বীপ প্যাটমসের কাছে থামানো হয়েছিল। সম্প্রতি তুরস্ক থেকে তুলনামূলক দূরে হওয়ার পরেও গ্রিসের মূল ভূখণ্ড সংলগ্ন দ্বীপ এভিয়াতে অভিবাসী আগমনের হার সম্প্রতি বেড়েছে। গত বুধবার ওই দ্বীপ থেকে ছয় শিশুসহ ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিসের উপকূলরক্ষীরা। অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, একটি স্পিড বোট তাদের দ্বীপে রেখে তুরস্কের দিকে চলে গেছে। উপকূলরক্ষীদের দেয়া তথ্য অনুযায়ী, গত বুধবার গ্রিক জলসীমা থেকে উদ্ধার করা একশ ৮৫ জনসহ সবমিলিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪৬৩ জন অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন গ্রিসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত