ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক মাস পর আকাশসীমা খুলল নাইজার

এক মাস পর আকাশসীমা খুলল নাইজার

সম্প্রতি নাইজারে ক্ষমতা দখল করেছে দেশের সেনাবাহিনী। গত ২৬ জুলাই বিদ্রোহের পর আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছিল। আফ্রিকার দেশগুলোর ব্লক তাদের উপর আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় আকাশসীমা বন্ধ করা হয়েছিল। এতদিন পর দেশটির আকাশসীমা খুলে দেয়া হয়েছে। গত সোমবার নাইজারের সেনা সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আবার খুলে দেয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বিমান নাইজার বিমানবন্দরে নামতে পারবে কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেয়া হয়নি।

২৬ জুলাই ক্ষমতা দখলের পর ২ আগস্ট পর্যন্ত নাইজারের আকাশসীমা বন্ধ ছিল। ২ আগস্ট সাময়িক সময়ের জন্য আকাশসীমা খুললেও ফের তা ৬ আগস্ট বন্ধ করে দেয়া হয়। ওই সময়েই পশ্চিম আফ্রিকার ব্লক ইকোয়াস নাইজারে সেনা পাঠানোর হুমকি দিয়েছিল।

এরপর আর আকাশসীমা খোলা হয়নি। গত সোমবার নতুন ঘোষণা দেয়া হয়েছে। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ নাইজার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত