ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বুরকিনা ফাসোয় হামলায় নিহত অর্ধশতাধিক

বুরকিনা ফাসোয় হামলায় নিহত অর্ধশতাধিক

বুরকিনা ফাসোর ইয়াতেঙ্গা প্রদেশে বিদ্রোহীরা ৩৬ জন স্বেচ্ছাসেবক যোদ্ধা ও ১৭ জন সেনাকে হত্যা করেছে। এক বছর আগে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওর পূর্ববর্তী জান্তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ার পর এই গণহত্যা সবচেয়ে খারাপ কৌশলগত একটি পরাজয়। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘চরম কাপুরুষোচিত এই কাজের শাস্তি দিতেই হবে। পলাতক অবশিষ্ট সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।’ এরই মধ্যে কয়েক ডজন বিদ্রোহী নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা। ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোর সেনাবাহিনী উত্তরাঞ্চলের মরুভূমিতে চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।

এর কয়েকটি গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সম্পর্ক রয়েছে। দরিদ্র পশ্চিম আফ্রিকার দেশটিকে একটি স্বেচ্ছাসেবক নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হয়েছে, যাদের বিরুদ্ধে ওয়াচডগ গ্রুপগুলো শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ করেছে।

জিহাদি বিদ্রোহীরা দেশটির রাজধানী উয়াগাডুগুর কাছাকাছি যাওয়ার সময় হাজার হাজার মানুষকে হত্যা এবং ২০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। এই সন্ত্রাসী শাসনের অধীনে বেসামরিক নাগরিকদের ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ পণ্য ও পরিষেবাগুলিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়। সংঘাত বিশ্লেষকরা বলেছেন, দেশের অর্ধেক মানুষ অরাজকতার মধ্যে বাস করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত