ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রিমিয়ায় বোমা হামলার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন আটক

ক্রিমিয়ায় বোমা হামলার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন আটক

ক্রিমিয়ায় রেলে বোমা হামলার পরিকল্পনার দায়ে একজনকে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। উপদ্বীপটিকে ২০১৪ সালে সালে ইউক্রেনের কাছ থেকে কেড়ে নিয়েছিল রাশিয়া। এটিকে পুনরুদ্ধারে সাম্প্রতিক মাসগুলোয় ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। এফএসবি গত শুক্রবার জানায়, সন্দেহভাজন রুশ নাগরিক। বয়স ৪০-এর আশপাশে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহের পাশাপাশি বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল তিনি। এফএসবি জানায়, বিদেশে তৈরি বিস্ফোরক ব্যবহার করে তৈরি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দাদের নির্দেশ অনুসারে কাজ করতেন তিনি। তাকে হেফাজতে পাঠানো হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, সন্দেহভাজন ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের বাসিন্দা। এজেন্সির ওয়েবসাইটে ভিডিও ফুটেজে দেখা যায়, কালো টি-শার্ট ও জিন্স পরা এক ব্যক্তিকে পুলিশভ্যান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবহণ অবকাঠামো সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে বলে সতর্ক করেছেন ক্রিমিয়ায় ক্রেমলিনপন্থি গভর্নর সের্গেই আকসিওনভ। তিনি বলেন, ‘ইউক্রেনীয় এজেন্টদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে। তাদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।’ একটি ইউক্রেনীয় ড্রোন উপদ্বীপের উত্তর অংশ থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও জানান আকসিওনভ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত