ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিয়ানমারকে যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

মিয়ানমারকে যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

চলমান গৃহযুদ্ধের মধ্যে মিয়ানমারকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটিতে এ যুদ্ধবিমানের প্রথম চালান পৌঁছেছে। গতকাল রোববার মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান রাশিয়ার বার্তা সংস্থা আরআই নভোস্তিকে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

থান বলেন, এরইমধ্যে এসইউ-৩০ সিরিজের যুদ্ধবিমানের প্রথম চালান মিয়ানমারে পৌঁছে গেছে। গতকাল রোববার ভ্লাদিভস্তক বন্দরে পশ্চিমা অর্থনৈতিক জোটের উদ্যোগে আয়োজিত রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিদেশি বিনিয়োগ সহযোগিতা বাড়াতে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। আরআইএ জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া ও মিয়ানমারের মাঝে এ যুদ্ধবিমান নিয়ে চুক্তি হয়। এ চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান নেবে মিয়ানমার।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্টের তথ্যমতে, এসইউ-৩০ সিরিজের এ যুদ্ধবিমান শত্রুর মোকাবিলায় বহুমুখী ব্যবহার হয়। এটি আকাশে লক্ষ্যবস্তু নির্ধারণ, শত্রুপক্ষকে পাল্টা হামলা ও মোকাবিলা এবং পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, পশ্চিমা ফোরামের এ সম্মেলনে বেশ কিয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে দুই দেশের মধ্যকার টুরিজম সংশ্লিষ্ট চুক্তিও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো সাড়া দেননি। এদিকে মিয়ানমারকে রাশিয়া যুদ্ধবিমান দেওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, মিয়ানমারে জান্তা শাসনের মধ্যে রাশিয়ার এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। তাদের সহায়তার ফলে দেশটিতে বিপর্যয় আরো দানা বাঁধছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত