পশ্চিমা বিশ্বে জব্দ রাশিয়ার ২৮ হাজার কোটি ডলার : যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পশ্চিমা বিশ্বে রাশিয়ার ২৮ হাজার কোটি মার্কিন ডলারের অর্থ জব্দ করা হয়েছে। র‌্যাপ্টো টাস্ক ফোর্স রাশিয়ার এ পরিমাণ অর্থ জব্দ করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিপুল পরিমাণ অর্থ পশ্চিমা বিশ্বে জব্দ করা হয়েছে। এর সর্বমোট পরিমাণ ২৮ হাজার কোটি ডলার। যার বেশিরভাগ অর্থ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রয়েছে। র‌্যাপ্টোর এক মিটিংয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এমন তথ্য সংবলিত প্রতিবেদনে উপস্থাপন করেছে। প্রতিবেদনের তথ্যানুসারে জব্দ করা এসব অর্থের প্রাথমিক খোঁজ পেয়েছে র‌্যাপ্টো। এর সদস্য ও এখতিয়ারভুক্ত বিভিন্ন দেশ থেকে এ বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়। ইউক্রেনে আগ্রাসনের জন্য দেশটি ক্ষতিপূরণ দিলে এরপর এসব অর্থ রাশিয়াকে ফেরত দেওয়া হবে। বৈঠকে রাশিয়ার চলমান আগ্রাসন রুখতে বিভিন্ন দেশের দেওয়া নিষেধাজ্ঞা আরো কার্যকর করতে বিভিন্ন আলোচনা করা হয়েছে।